ভারতে ৬০০ কর্মী ছাঁটাই করছে উবার

২৬ মে, ২০২০ ২২:৪৪  
করোনার প্রভাবে ভারতে প্রায় ৬০০ কর্মচারীকে ছাঁটাই করছে উবার। মঙ্গলবার উবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন উবার (ভারত) ও দক্ষিণ এশিয়ার প্রধান প্রদীপ পরমেশ্বরণ। তিনি বলেন, ড্রাইভার এবং রাইডারসহ অন্যান্য বিভাগেও প্রায় ৬০০ জন পূর্ণ সময়ের কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছাঁটাই এই মাসে হওয়া বিশ্বব্যাপী কর্মসংস্থান হ্রাসের একটি অংশ। কোভিড-১৯ এর প্রভাব এবং কবে কী পরিস্থিতি স্বাভাবিক হবে এই অনিশ্চয়তার মধ্যে অনোন্যপায় হয়েই কর্মীদের সংখ্যা কমানো হচ্ছে বলে জানান পরমেশ্বরণ। এরআগে গত সপ্তাহে উবার টেকনোলজিস করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতি সত্ত্বেও লাভজনক থাকার জন্য ২৩ শতাংশ কর্মী কমানোর কথা ঘোষণা করে। চলতি মাসের শুরুর দিকেই উবার টেকনোলজিস জানিয়েছিল, অ্যাপ-ক্যাবসহ খাদ্য সরবরাহের ক্ষেত্রে উবার নিজের মূল ব্যবসাগুলোতে মনোনিবেশ করবে।